ঢাকামঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে যৌথ অভিযানেওয়ান শুটার গান, গান পাউডার ও ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
অক্টোবর ১, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী মহানগরীতে যৌথ অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান, ২ কেজি গান পাউডার ও ৯টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৫ ও সেনাবাহিনীর সদস্যরা।

সোমবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। রোববার রাত সাড়ে ১০টায় মহানগরীর মতিহার থানাধীন মোহনপুর চকপাড়া এলাকা থেকে এ সকল অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মোহনপুর চকপাড়া এলাকায় বিপুল পরিমান দেশীয় অস্ত্রের মওজুদ রয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব ও সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে অস্ত্র, বিস্ফোরকদ্রব্য ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে। এ ব্যপারে আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামত নগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।