রাজশাহীর দুর্গাপুরে চাঁদাবাজির মামলায় কারাবাসের পর সদ্য জামিন প্রাপ্ত শফিকুল ইসলাম আজম কৃষকদল, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে দুর্গাপুর বাজারে প্রতিবাদ সমাবেশ করেছে।
শফিকুল ইসলাম আজম দুর্গাপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক। বুধবার ২ অক্টোবর বিকেলে বিক্ষোভ মিছিল শেষে দুর্গাপুর পৌর সদরের জিয়াচত্বরে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসিয়ে যুবদল নেতা শফিকুল ইসলাম আজমকে কারাগারে পাঠানো হয়েছিলো। অতিদ্রুত সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
সমাবেশে সদ্য জামিন প্রাপ্ত মামলার আসামী শফিকুল ইসলাম আজম বলেন, আমি চাঁদাবাজ নই। একটি মহল সুপরিকল্পিত ভাবে আমাকে সহ মামলার অন্যান্য আসামীদের ফাঁসিয়েছে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত আমাকে জামিন দিয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মামলাটির সুষ্ট তদন্তের দাবি জানান । উক্ত প্রতিবাদ সমাবেশে জাতীয়তাবাদী কৃষকদল, যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, ছাত্রদল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রোববার ৩০ সেপ্টেম্বর বিকালে উপজেলার গগনবাড়িয়া গ্রামের মাছ ব্যবসায়ী শাহীন চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আজম, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সাইদুর রহমান মন্টু, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসরাফিল হোসেন সহ ১৭ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এই মামলায় রোববার যৌথবাহিনীর সদস্যরা যুবদল নেতা আজমকে আটক করে থানায় সোপর্দ করে। চাঁদাবাজি মামলায় গ্রেফতার দেখিয়ে পরদিন সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেন দুর্গাপুর থানা পুলিশ।
প্রকাশকঃ তৌফিকুল ইসলাম, মিলিয়ন গ্রুপ কর্তৃক প্রকাশিত।
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত