ঢাকাবুধবার , ২ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া
অক্টোবর ২, ২০২৪ ৮:০২ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় ভ্যানচালক রহেদ আলী (৬০) নিহত হয়েছেন।

নিহত রহেদ আলী ঝলমলিয়া এলাকার মৃত কহির সরদারের ছেলে। বুধবার সকালে পুঠিয়া উপজেলা সদরে মহিলা ডিগ্রী কলেজের সমনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা সদরে ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজের সামনে রাজশাহী থেকে ছেড়ে আসা নাটোরগামী যাত্রীবাহী বাস পথের সাথী ( ঢাকা মেট্রো-ব-১৪-৪৬০৩) এর ধাক্কায় সিমেন্টবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যান চালক রহেদ আলী রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পবা হাইওয়ে থানার উপপরিদর্শক এসআই আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করেছি। বাসের কাউকে আটক করা যায়নি। তার পরিবার মরদেহটি দাফনের জন্য আবেদন করলে আমারা পরিবারের কাছে হস্তান্তর করেছি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।