রাজশাহীর দুর্গাপুর চাঁদা না দেওয়ায় মুনসুর রহমান (৫০) নামের এক ব্যবসায়ীর উপর হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে, ৪ (অক্টোবর) শুক্রবার দুপুরে উপজেলার পালশা নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।
মারধোরের ঘটনায় মনসুর রহমান আহতাবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন । তিনি জানান, জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এলাকার প্রভাবশালী নুরুল ইসলাম নুরু (৪২) ভুক্তভোগীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি তা দিতে অস্বীকার করলে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নুরুর নেতৃত্বে হিটলার, আমজাদ,নিয়ামত সন্ত্রাসী কায়দায় অর্তকিত হামলা চালিয়ে তাকে তুলে নিয়ে যায় এবং পালশা নতুন হাটে সোহেলের অফিসের সামনে মারধর করে ব্যবসার ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এবং তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশকে মৌখিক অভিযোগ করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।
প্রকাশকঃ তৌফিকুল ইসলাম, মিলিয়ন গ্রুপ কর্তৃক প্রকাশিত।
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত