ঢাকাশুক্রবার , ১১ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পবা’য় বাল্য বিয়ের অপরাধে বর-কনের অভিভাবকের কারাদন্ড

তৃণমূল সংবাদ
অক্টোবর ১১, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর পবা উপজেলার বাল্যবিবাহ করতে এসে বর, বরের বাবা ও কনের খালুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদাল। বর বয়স ৩০ বছর। তিনি আগেও দুটো বিয়ে করেছিলেন। এবার এসেছিলেন তৃতীয় বিয়ে করতে। ১৩ বছর বয়সী কনের বাবা নেই। খালু আয়োজন করেছেন বিয়ের। বরযাত্রীদের খাওয়াদাওয়া চলছে। এ খবর চলে যায় রাজশাহীর পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেনের কাছে। সেখানে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর, বরের বাবা ও কনের খালুকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
শুক্রবার (১১ অক্টোবর) পবা উপজেলার বাগশৈল গ্রামে এ ঘটনা ঘটে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ওই কিশোরীকে পবা উপজেলার বায়ায় অবস্থিত মহিলা ও শিশু-কিশোরী নিরাপদ হেফাজতিদের আবাসনে (সেফ হোম) পাঠানো হয়। দণ্ডিত বরের নাম আশরাফুল ইসলাম। তিনি বাক প্রতিবন্ধী। তাঁর বাবার নাম শুকুর উদ্দিন। বাড়ি পবা উপজেলার বাগশৈল গ্রামে। মেয়ের খালুর (পালক পিতা) নাম মো. জাফর আলী। তাঁর বাড়িও একই গ্রামে। মেয়ে পবা উপজেলার দারুশা পপুলার মডেল স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় লোকজন জানান, মেয়ের খালু জাফর আলীর নিজের মেয়ে ঢাকায় একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি নিয়েছেন; কিন্তু এখনো তাঁর বিয়ে দেননি। তবে মাত্র সপ্তম শ্রেণিতে পড়া পালক মেয়েকে ৩০ বছর বয়সী একজন বাক্‌প্রতিবন্ধীর সঙ্গে বিয়ে দিচ্ছেন, যার আগেও দুজন স্ত্রী ছিলেন। মেয়ের মা তাঁর নানির বাড়িতে থাকেন। তিনিও এই বিয়ের অনুষ্ঠানে ছিলেন না।

প্রশাসন সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জাফর আলী বাল্যবিবাহের আয়োজন করার বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে ভুল স্বীকার করেন। ছেলের বাবা শুকুর উদ্দিনের ভাষ্য, তাঁর ছেলেকে দুবার বিয়ে দিয়েছিলেন। প্রথম স্ত্রী চলে গেছেন। আর দ্বিতীয় স্ত্রী পছন্দ না হওয়ার কারণে ছেলে তালাক দিয়েছেন। তাঁর দাবি, এবারের বউ যাতে থাকে, সে জন্য তিনি ইতোমধ্যে মেয়ের নামে এক বিঘা জমি লিখে দিয়েছেন।

পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহরাব হোসেন বলেন, বালবিবাহ নিরোধ আইন-২০১৭-এর ৭(১) ধারায় ছেলের, ও ৮ ধারায় অভিভাবকদের ছয় মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বিকেলে  ছেলে, ছেলের বাবা ও মেয়ের খালুকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আর মেয়েকে পাঠানো হয় সেফ হোমে।

তৃনমুল সংবাদ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।