তৃণমূল প্রতিবেদক, বাগমারা(রাজশাহী):
"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪ উদ্যাপন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে দশটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, মহড়া ও র্যালি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। র্যালি শেষে ভবানীগঞ্জ নিউ মার্কেটের প্রধান ফটকে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুর রাজ্জাক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন পরিচালক মেহেদী হাসান, বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, উপদেষ্টা মামুনুর রশিদ মামুন, সাংবাদিক শামীম রেজা সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তৃণমূল সংবাদ
প্রকাশকঃ তৌফিকুল ইসলাম, মিলিয়ন গ্রুপ কর্তৃক প্রকাশিত।
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত