ঢাকাসোমবার , ১৪ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে লোকনাথ মন্দিরের সেবায়েতের গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু!

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
অক্টোবর ১৪, ২০২৪ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাছে ঝুলন্ত অবস্থায় সুকুমার দাশ (৮০) নামের এক বৃদ্ধ মন্দিরের সেবায়েতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ১৪ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৬নং
মধ্যম মাহমুদাবাদ গ্রামের ভারত মাষ্টার বাড়ী (ধোপা বাড়ী) তে এঘটনা ঘটে। শুকুমার দাশ ওই গ্রামের ভারত দাশের ছেলে।
স্হানীয় সূত্রে জানা যায় , ভারত মাষ্টার বাড়ীর লোকনাথ মন্দিরের সেবায়েত ঘরের পাশে একটি আমলকী গাছের সাথে তাঁর মৃতদেহ ঝুলতে দেখে প্রতিবেশী একটি পরিবার বাড়ীর আশে পাশের লোকজনকে ডেকে জড়ো করে। ওই সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্হলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের ছেলে মনোরঞ্জন দাশের দাবি এটি একটি রহস্যজনক হত্যাকান্ড। তার পিতাকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে।
তাদের সাথে পারিবারিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে একই বাড়ির কার্তিক দাশদের সাথে। গত ১০ দিন আগে সীতাকুণ্ড থানায় একটি অভিযোগের ভিত্তিতে কার্তিক দাশদের সাথে তাদের থানায় বৈঠকও হয়েছিল যা সমাধান হয়নি। এছাড়া আর কারো সাথে তাদের কোন দ্বন্দ্ব ছিল না বলে নিহতের ছেলে মনোরঞ্জন দাশ জানিয়েছেন।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, গাছের সাথে ঝুলন্ত অবস্থা থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের অবস্হান দেখে সন্দেহ রয়েছে।লাশের ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে এটি হত্যা না আত্নহত্যা। তবে সন্দেহকারীদেরকে নজরবন্দী করে রাখা হবে বলেও তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।