ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দূর্গাপূজামণ্ডপে গান বিতর্কে গ্রেপ্তার হওয়া সেই ২ জনের জামিন!

Link Copied!

তৃণমূল প্রতিবেদক স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে

চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ঐতিহাসিক জেএম সেন হলের পূজেমণ্ডপে গান পরিবেশন করার ঘটনায় গ্রেপ্তার হওয়ানচট্টগ্রাম কালচারাল একাডেমির ২ সদস্যকে জামিন দিয়েছেন আদালত।
আজ ১৫ অক্টোবর মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত জামিনের এই আদেশ দেন।
জামিনপ্রাপ্ত আসামিরা হলেন, নগরের তানজীমুল উম্মাহ মাদরাসা শিক্ষক শহীদুল করিম (৪২) ও দারুল ইফরান একাডেমির শিক্ষক মো. নুরুল ইসলাম (৩৪)।
আসামি পক্ষের আইনজীবী শামসুল আলম বলেন, জেএম সেন হলের মণ্ডপে ইসলামিক গান পরিবেশন করার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার শহীদুল করিম ও মো. নুরুল ইসলামের গত ১২ অক্টোবর জামিন আবেদন করা হয়।
মঙ্গলবার জামিন আবেদনের শুনানি শেষে ১ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছেন আদালত।
এর আগে গত ১২ অক্টোবর বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর আদালত ২ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ১০ অক্টোবর রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করেছিল কোতোয়ালী থানা পুলিশ। গত ১১ অক্টোবর সন্ধ্যায় কোতোয়ালী থানায় চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য ও পূজা উদযাপন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সজল দত্তের বিরুদ্ধে মামলা করেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন।
মামলার অন্য আসামিরা হলেন, চট্টগ্রাম কালচারাল একাডেমির আব্দুল্লাহ ইকবাল (৩০), রনি (২৮) ও গোলাম মোস্তফা (২৭) ও মো. মামুন (৩৬)।
বাকি আসামিরা এখনো পলাতক রয়েছে। আটক দুজনের জামিন হওয়ায় বাকি চারজন আসামি আটক হবে কি না সন্দেহ প্রকাশ করেছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, আটক দুই আসামি জামিনে বেরিয়ে গেলে আর বাকি চারজন আসামি গ্রেপ্তার হবে এটা আশা করতে পারি না। এ দুই আসামিকে জামিন দেওয়ার ফলে মামলাটি হালকা করে ফেলেছে মনে করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।