ঢাকাশনিবার , ১৯ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাগমারা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

তৃণমূল প্রতিবেদক, বাগমারা ( রাজশাহী):
অক্টোবর ১৯, ২০২৪ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

তৃণমূল প্রতিবেদক, বাগমারা ( রাজশাহী):
রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্যদের হাতে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে। আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় এরই মধ্যে ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আকবর আলীকে আহ্বায়ক, নাজিম হাসানকে যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল মতিনকে সদস্য সচিব করা হয়েছে।

শনিবার দুপুর ১২ টায় আহ্বায়ক কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর উপলক্ষ্যে বাগমারা প্রেসক্লাব কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক সাংবাদিক আকবর আলী। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক নাজিম হাসান, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, ইউসুফ আলী সরকার, বাগমারা প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য মামুনুর রশিদ মামুন, রাশেদুল হক ফিরোজ, হেলাল উদ্দিন, মাহফুজুর রহমান, প্রিন্স, মমিনুল হক সবুজ, সাংবাদিক আবু বাক্কার সুজন, নূর কুতুবুল আলম, শামীম রেজা।

এসময় উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুল মতিন, সাংবাদিক আনোয়ার হোসেন বাবু, রতন কুমার, ফারুক আহমেদ প্রমুখ। উল্লেখ্য, বাগমারা প্রেসক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহায়ক কমিটি প্রেসক্লাবের আগামী নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠান শেষে আহ্বায়ক কমিটির নিকট প্রেসক্লাবের সদস্য দায়িত্বভার অর্পন করা হয়।

শামীম রেজা
বাগমারা, রাজশাহী
০১৭৩৭-০৩৭৮৯৬
তাং ১৯-১০-২৪ ইং

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।