ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরের কাঁচুপাড়া উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে শিক্ষক নিয়োগের অভিযোগ

তৃণমূল প্রতিবেদক:
অক্টোবর ২৪, ২০২৪ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

তৃণমূল প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুরের কাঁচুপাড়া উচ্চ বিদ্যালয়ে জালিয়াতি মাধ্যমে শুরু শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়াগেছে।

এঘটনায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০০৩ সনের ৩০ অক্টোবর বোর্ডের মাধ্যমে দুর্গাপুর উপজেলার কাঁচুপাড়া নিন্মমাধ্যমিক বিদ্যালয়ে ২০০৪ সালের ১ জানুয়ারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়ে ৬ জানুয়ারি বিদ্যালয়ে যোগদান করে ২০০৯ সালের ১৩ ডিসেম্বর পর্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
২০০৪ সালের ১৪ ডিসেম্বর তৎকালীন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভপতি আজিজুল হক কাজেম ও সহকারী বিএসসি (গনিত) শিক্ষক আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন দলীয় প্রভাব ঘাটিয়ে প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে বিদ্যালয়ে প্রবেশে বাঁধা প্রদান সহ বিদ্যালয়ে প্রবেশে আজিবন নিষেধাজ্ঞা জারি করেন এবং এই নিশেধাজ্ঞা অমান্য করে বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করলে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে শহীদুল ইসলামের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র ছিনিয়ে নেন তারা। সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকায় তাদের বিরুদ্ধে আইনগতভাবে কোনরুপ ব্যবস্থা করতে পারেননি বলে জানান বিদ্যালয়ের বৈধ প্রধান শিক্ষক হিসেবে দাবি করা শহীদুল ইসলাম।

অভিযোগ পত্রে আরো উল্লেখ্য যে, বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বোর্ডের মাধ্যমে সহকারী শিক্ষক বিএসসি (গনিত) পদে আওয়ামীলীগ নেতা আফজাল হোসেনকে নিয়োগ আবারো ২০০৪ সালের ১লা জানুয়ারী নিয়োগ দেখিয়ে ৬ জানুয়ারী যোগদান করান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আজিজুল হক কাজেম।

নতুন এমপিও পাওয়া প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিওভূক্তির নিমিত্তে কাগজপত্র যাচাই করে দেখা যায় ২০০৩ সালের ৩০ অক্টোবর ও ২০০৪ সালের ১ জানুয়ারী আফজাল হোসেন প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়ে ৬জানুয়ারী
যোগদান করেন।

অভিযোগে আরো উল্লখ্য যে নিজে জালিয়াতি করে প্রধান শিক্ষক পদে নিয়োগ নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে পরবর্তীতে বিদ্যালয়ে নিজ ইচ্ছে মতো শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়েছেন আফজাল হোসেন।

কাঁচুপাড়া নিন্মমাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক শহীদুল ইসলাম উপরোক্ত অভিযোগ সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন বলেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য তদন্ত কমিটি গঠনের মাধ্যমে বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত সকল কাগজ পত্র যাচাইয়ের মাধ্যমে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।