তৃণমূল প্রতিবেদক, বাগমারা:
রাজশাহীর বাগমারা উপজেলার আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমানকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) সকালে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান উপজেলার ভবানীগঞ্জ বাজারের মাষ্টার ফার্মেসী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা না থাকলেও তাকে অজ্ঞাত আসামী হিসেবে বিএনপি’র কর্মী আলমগীর হোসেনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বাগমারা থানার পুলিশ জানায়, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিনে বিএনপি কর্মী আলমগীর হোসেনের পথ রোধ ও নির্যাতন করে ভবানীগঞ্জ বাজারের গোডাউন মোড়ে তার কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা করেন ভুক্তভোগী আলমগীর হোসেন। আলমগীর হোসেন উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার মৃত আব্দুর রহিম গদের কশিনারের ছেলে। ওই মামলার অজ্ঞাত আসামী হিসেবে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ব্যাপারে বাগমারা থানার (ওসি) তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, গত ৫ আগস্ট ভবানীগঞ্জ বাজারে বিএনপি’র কর্মী আলমগীর হোসেনের পথ রোধ করে নির্যাতনের মাধ্যমে তার কাছে থাকা টাকা ছিনতাই করে। ওই মামলা মাজেদুর রহমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।