ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে চাঁদাদাবি ও ছিনতাইয়ের অভিযোগে যুবক গ্রেফতারর

তৃণমূল বিশেষ প্রতিবেদকঃ
নভেম্বর ৭, ২০২৪ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

তৃণমূল বিশেষ প্রতিবেদকঃ

রাজশাহীর দুর্গাপুরে মাদক মামলায় স্বাক্ষী হওয়ার কারনে শিমুল রানা (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে চাঁদাদাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগের ভিত্তিতে তাকে বুধবার রাতে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত শিমুল রানা উপজেলার চক কৃষ্ণপুর গ্রামের মো. ওসমান আলীর ছেলে। গ্রেফতারকৃত যুবককে বৃহস্পতিবার জেলহাজতে প্রেরন করেছে দুর্গাপুর থানা পুলিশ।

মামলার এজাহার সুত্রে জানা গেছে,
দুর্গাপুর উপজেলার চককৃষ্টপুর গ্রামের বাদেশ আলীরপুত্র ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছ থেকে ১ লাখ টাকা চাঁদাদাবি করে একই গ্রামের মাদক ওসমান আলীর ছেলে শিমুল রানা।

ব্যবসায়ী আলমগীর হোসেন চাঁদার টাকা দিতে অস্বীকার করায় আলমগীর হোসেনের ব্যবহৃত ( টিভিএস) মোটরসাইকেলটি কেড়ে নেয় ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এবিষয়ে আলমগীর হোসেন গত ৫ নভেম্বর থানায় একটি অভিযোগ দায়ের করেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজির বিস্তর অভিযোগ রয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

মামলার তদন্তকারি কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক ইব্রাহিম বলেন, চাঁদাদাবি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে শিমুল রানাকে
গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।