ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৪

তৃণমূল বিশেষ প্রতিবেদক :
নভেম্বর ১৯, ২০২৪ ৯:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

তৃণমূল বিশেষ প্রতিবেদক :

রাজশাহীর দুর্গাপুরে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দাওকান্দি গ্রামের আবু বাক্কার সিদ্দিকের ছেলে মেহেদী হাসান (৩৫), বেড়া গ্রামের মুনসুর রহমানের ছেলে নূরুল ইসলাম (৪০), ভাঙ্গিরপাড়া গ্রামের মৃত.কছের মন্ডলের ছেলে জালাল উদ্দীন (৩৬) ও নারিকেল বাড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সুজন আলী (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার দাওকান্দি গ্রাম থেকে পরোয়ানা ভুক্ত আসামি মেহেদীকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি জালাল উদ্দীনকে উপজেলার ভাঙ্গীরপাড়া ও বেড়া এলাকা থেকে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত নুরুল ইসলামকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এছাড়া টাকা চুরির অভিযোগে সুজন আলীকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের হাতে তুলে দেন এলাকাবাসি । পরে তাকে সেনা সদস্যরা আটক করে থানায় হস্তান্তর করেন।

এব্যাপারে, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, সাজাপ্রাপ্ত-সিআর মামলা ও চুরির অভিযোগে সন্দেহভাজন আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।