ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় সাথী ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ভূয়া চিকিৎসকের জরিমানা 

তৃণমূল প্রতিবেদক, পুঠিয়া:
নভেম্বর ২০, ২০২৪ ১১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

তৃণমূল প্রতিবেদক, পুঠিয়া:

রাজশাহীর পুঠিয়ায় শরফরাজ হোসেন মিন্টু নামের এক ভূয়া চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন থেকে তার বিরুদ্ধে চিকিৎসক না হয়েও সেবা দেয়ার অভিযোগ ছিল।

বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সদরে অভিযুক্ত চিকিৎসকের চেম্বার সাথী ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম নূর হোসেন নির্ঝর তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। সেখানে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আল আমিন সরকার উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর হোসেন নির্ঝর বলেন, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে শরফরাজ মিন্টু নামের এক ব্যক্তি চিকিৎসক পরিচয়ে সেবা দিয়ে আসছিল। যদিও তার চিকিৎসা বিষয়ে কোনও ডিগ্রি নেই। এছাড়া রোগী দেখার জন্য ২০০ টাকা করে নিত সে। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে সে এ ধরনের কাজ করবে না বলে মুচলেকা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।