ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু’কে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করেছে জেলা বিএনপি

তৃণমূল প্রতিবেদক:
নভেম্বর ৩০, ২০২৪ ৩:০১ অপরাহ্ণ
Link Copied!

তৃণমূল প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুর পৌরসভার সাবেক পৌর মেয়র বিএনপি নেতা সাইদুর রহমান মন্টু’কে দেওয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করে নিয়েছে রাজশাহী জেলা বিএনপি।

গত ৩১ আগষ্ট রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু’র বিরুদ্ধে জেলা বিএনপি’র সভাপতি /সাধারণ সম্পাদক বরাবরে দুর্গাপুর পৌরসভা বিএনপি এক নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করেন।

দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে সাইদুর রহমান মন্টুকে শোকজ করে জেলা বিএনপি। শোকজ পত্রে উল্লেখিত বিষয়ে ওপরে গত ৫ নভেম্বর যথাযথ ভাবে জবাব প্রদান করায় ও এবং স্থানীয় ভাবে উক্ত দরখাস্তের বিবরণী প্রমাণিত না হওয়ায় তা প্রত্যাহার করা হলো মর্মে ২৮( নভেম্বর) জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেই
রাজশাহী জেলা বিএনপি’র সদস্য হিসেবে সাংগঠনিক কাজ গঠনতন্ত্র মোতাবেক পালন করার জন্য নির্দেশ দেওয়া হয় বিজ্ঞাপ্তিতে।

এবিষয়ে দুর্গাপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা শফিকুল ইসলাম আজম বলেন, সত্য সর্বদা সত্য।
মিথ্যা দিয়ে সত্যকে কোন সময় আড়াল করে রাখা যায় না এটাই তার প্রমান।
সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু একজন তৃণমূল কর্মী বান্ধব জননেতা।
এই জননেতার রাজনৈতিক নেতৃত্বে ঈশ্বনিত হয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছিলো। এবিষয়ে সাইদুর রহমান মন্টু বলেন, আমাকে রাজনৈতিক নেতৃত্ব থেকে দূরে রাখার জন্য একটি রাজনৈতিক মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছিলো। মিথ্যাপরাজিত হয়ে সত্যের জয় হয়েছে। এই জয় দুর্গাপুর উপজেলার ত্যাগী নেতা কর্মী সমর্থকদের জয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।