ঢাকাশনিবার , ৩০ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ রাশেদুল হক ফিরোজ সভাপতি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন

তৃণমূল প্রতিবেদক, বাগমারা:
নভেম্বর ৩০, ২০২৪ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

তৃণমূল প্রতিবেদক, বাগমারা:

রাজশাহীর বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উৎসাহ আর উদ্দিপনার মধ্যে দিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ কার্যক্রম। বাগমারা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে শনিবার প্রেসক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় তিন পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিন জন নির্বাচিত হয়েছে।

নির্বাচনকালীন সময়ে ভোট পর্যবেক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভ‚মি) নাহিদ হোসেন। ভোট গ্রহণ শেষে উক্ত নির্বাচনের আহবায়ক আকবর আলীর পরিচালনায় প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সোনার দেশের প্রতিনিধি রাশেদুল হক ফিরোজ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নতুন প্রভাতের প্রতিনিধি আলতাফ হোসেন মন্ডল, কালবেলার প্রতিনিধি ইউসুফ আলী সরকার, এবং ইত্তেফাকের প্রতিনিধি মাহফুজুর রহমান প্রিন্স।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল এসের প্রতিনিধি নূর কুতুবুল আলম। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী ছিলেন, ডেল্টা টাইমের প্রতিনিধি নাজিম হাসান। এছাড়াও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন প্রতিদিনের সংবাদের প্রতিনিধি হেলাল উদ্দীন। তার নিকট তম প্রতিদ্ব›দ্বী ছিলেন সোনালী সংবাদের প্রতিনিধি এস,এম, সামসুজ্জোহা মামুন।

এছাড়াও চারটি পদে কোন প্রতিদ্ব›দ্বী না থাকায় চারজন নির্বাচিত হয়েছেন। এতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের রাজশাহীর প্রতিনিধি শামীম রেজা, দপ্তর সম্পাদক পদে দৈনিক সংবাদের প্রতিনিধি আকবর আলী, কোষাধ্যক্ষ পদে দৈনিক বার্তার প্রতিনিধি আব্দুল মতিন কপিরাইট পদে ডেইলি অবজারভারের প্রতিনিধি আনোয়ার হোসেন বাবু।

নির্বাচনে কমিশনারের দ্বায়িত্ব ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা এবং আইসিটি অফিসার তারজরুল ইসলাম মিলন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।