ঢাকাবৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশা কেড়ে নিলো শিশু ওবাইদুরের প্রাণ

তৃণমূল প্রতিবেদক, বাগমারা:
ডিসেম্বর ৫, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

তৃণমূল প্রতিবেদক, বাগমারা:
বাঁচানো গেল না শিশু ওবাইদুর রহমানকে (৭)। সাত ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গতকাল বুধবার বেলা ১২টায় রাজশাহীর বাগমারার ভবানীগন্জ -বান্দাইখাড়া সড়কের ছোটকয়া মোড়ে অটোরিকশার ধাক্কায় আহত হয়েছিল সে। শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ গোটা পাড়ায়। নিহত ওবাইদুর রহমান উপজেলার বড় বিহানালী ইউনিয়নের ছোটকয়া গ্রামের ব্যবসায়ী উজ্জ্বল হোসেনের ছেলে।
রাতে রাজশাহী মেডিকেল কলেজ থেকে নিহত শিশুর লাশ নিয়ে এসে। বৃহস্পতিবার সকালে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার দুপুরে শিশু ওবাইদুর রহমান বাড়ির পাশে সড়কের ধারে খেলছিল। পাশে তার দাদীসহ অন্যরা ছিলেন। তাঁদের অগোচরে শিশু সড়কের উপরে ওঠে যায়। এসময় ( বেলা ১২টা ) ভবানীগন্জ থেকে বাঘাবাড়ির উদ্দেশ্য ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী অটোরিকশা ধাক্কা দেয়। এতে শিশু সড়কের ওপরে পড়ে গেলে অটোরিকশা তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে শিশুর ডান হাত ভেঙে যাওয়াসহ শরীরের আঘাত পায়। তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি বেসরকারি্ হাসপাতালে নেওয়া হয়। শিশুর চেতনা ফিরিয়ে আনার চেষ্টাসহ চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরাও চেষ্টা করেন। তবে রাত সাতটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুর্ঘটনার পর থেকে শিশুর বাবা- মা বার বার মূর্ছা যাচ্ছিলেন। তাঁদের দুই সন্তানের মধ্যে ওবাইদুর বড়। তাঁদের দেড় বছরের আরেকটা ছেলে রয়েছে।

শিশুটি পরিবার ছাড়াও পাড়ার লোকজনের আদরের ছিল। গোটাপাড়াসসহ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি মর্মান্তিক। এই বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।