তৃণমূল প্রতিবেদক, বাগমারা:
রাজশাহীর বাগমারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রেক্ষাপট এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারি অধ্যাপক আব্দুল মতিন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মুকতাদির আহম্মদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগমারা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোস্তফা আমিনুর রাশেদ, চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, সাদিকুল ইসলাম সাফি, সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রমজান আলী, আসাদুজ্জামান, আকবর আলী, রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, আমজাদ হোসেন, প্রধান শিক্ষিকা নাজমা খাতুন প্রমুখ। এর আগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে দেয়া হয়। পরে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
প্রকাশকঃ তৌফিকুল ইসলাম, মিলিয়ন গ্রুপ কর্তৃক প্রকাশিত।
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত