ঢাকাশনিবার , ৪ জানুয়ারি ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুর কালী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের ১৪২টি পরিবারের মাঝে ইউএনও’র কম্বল বিতরন

জাকির হোসেন বাবলু, তৃণমূল প্রতিবেদক:
জানুয়ারি ৪, ২০২৫ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

জাকির হোসেন বাবলু, তৃণমূল প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কালী মন্দিরে দুস্থ, অসহায় হতদরিদ্রহিন্দু সম্প্রদায়ের পরিবারের মাঝে ১৪২টি শীতবস্ত্র (কম্বল) বিতরন করেছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসের সাবরিন শারমিন।

৩ জানুয়ারী ২০২৫ শুক্রবার বিকেলে দুর্গাপুর কেন্দ্রীয় কালী-মন্দিরে উপজেলার দুর্গাপুর, হরিপুর, নান্দীগ্রাম, বেলঘরিয়া, হোজা, রাতুগ্রাম সহ বিভিন্ন স্থানের হিন্দু সম্প্রদায়ের অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারে মাঝে ১৪২ টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, বর্তমানে প্রবাহের শৈত্য প্রবাহের ফলে শীতের প্রকোপ বেড়েই চলেছে। কনকনে এই শীতে গরিব, অসহায়, ছিন্নমূল হতদরিদ্র পরিবারের সদস্যদের খুব কষ্ট হচ্ছে। উপজেলা প্রশাসনের সহযোগীতার পাশাপাশি সমাজের বৃত্তবানদের অসহায় শীতার্ত মানুষদের পাশে এগিয়ে আসা একান্ত প্রয়োজন। এই শীতে আমরা সাধারণ মানুষের কাছে দুর্গাপুর উপজেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছি তা সব সময় অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি উৎপল সরকার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার প্রাং, সাংগঠনিক সম্পাদক কার্তিক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বীরেন্দ্রনাথ সরকার, দুর্গাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর শ্রী শুনিল প্রামানিক দুর্গাপুর পৌরসভার কার্য সহকারী শ্রী রতন সরকার ও দুর্গাপুর ৭ নং সাবেক ওয়ার্ড ইউপি সদস্য ওসমান আলী মন্ডল সহ স্থানীয় সূধীজন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।