তৃনমূল প্রতিবেদকঃ
রাজশাহীর পুঠিয়ায় ১২টি মামলা গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাই-চাঁদাবাজ দলের নেতা মোঃ সাব্বির (২৭) কে নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
সে পুঠিয়া থানার কাঠালবাড়ীয়া গ্রামের
সবুর মিয়ার পুত্র।
পুঠিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়,
১৩ মে ( মঙ্গলবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হত্যাচেষ্টা, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ ১২টি মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান-৫ এর অপারেশনের একটি দল পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে সাব্বির (২৭) কে আটক করে। পরে তাকে পুঠিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বলেন, গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী সাব্বির একজন এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক, চুরি, ছিনতাই, চাদাবাজি সহ বিভিন্ন ধারায় সর্বমোট ১২টি মামলা রয়েছে। বিভিন্ন সময়ে কৌশলে গাড়ী- মোটরসাইকেল চোরাকারবারি চক্রের মূল হোতা হিসেবে তার পরিচিতি। এমনকি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চাঞ্চল্যকর এসকল ঘটনার শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাই-চাদাবাজ চক্রের নেতা দীর্ঘদিন থেকে গা ঢাকা দিয়ে নিজেকে আত্মগোপনে রাখেন। উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫. সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে নিজ এলাকা হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান পুঠিয়া থানার ওসি।
প্রকাশকঃ তৌফিকুল ইসলাম, মিলিয়ন গ্রুপ কর্তৃক প্রকাশিত।
কপিরাইট © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত