ঢাকাশুক্রবার , ১১ অক্টোবর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ
অক্টোবর ১১, ২০২৪ ১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীর দুর্গাপুরে বিস্ফোরণ ঘটিয়ে হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডলকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি দুরুল হুদা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া ভবানীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল কাদের মন্ডল ওই এলাকার মৃত গনি মন্ডলের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে , ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আগের দিন অর্থাৎ গত ৪ আগস্ট রাজশাহীর দুর্গাপুর উপজেলা মেডিকেল মোড়ে ১৫০ থেকে ২০০ জন আওয়ামী লীগের নেতা-কর্মী একত্রিত হয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রকাশ্যে দিবালোকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে ব্যাপক নাশকতা চালায়। এ ঘটনায় উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেন বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহযোগিতাকারীদের হত্যার উদ্দেশ্যে নাশকতার অভিযোগে আব্দুল কাদের মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামীকাল শুক্রবার তাকে আদালতে তোলা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।