চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে রাজশাহীর চারঘাটে জামায়াতের আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার পাটিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এই আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সরদহ ইউনিয়ন জামায়াতের সভাপতি রায়হানুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী পূর্ব জেলা জামায়াতের নায়েবে আমীর মইনুল ইসলাম, চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রাজশাহী পূর্ব জেলা জামায়াতের সেক্রেটারি নাজমুল হক।
সরদহ ইউনিয়ন জামায়াতের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ, প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ সুফেল রানা,সরদহ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাসূলুল্লাহ (সাঃ)-এর আদর্শে আমাদের জীবন গড়ে তুলতে হবে। তাহলেই আমাদের জীবনে ও সমাজ ব্যবস্থায় সকল ধরনের অশান্তি দূর হয়ে শান্তি কায়েম হবে। পাশাপাশি উক্ত আয়োজনের সার্বিক সাফল্য কামনা করেন ।
এসময় আরও উপস্থিত ছিলেন, জামিরুল ইসলাম, আবুল ফজল,আবু হাসনাত শাহীন মিঠু, মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।