ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে আসামী গ্রেফতার হওয়ায় বাদীর বাড়ীঘর ভাংচুর, মামলা প্রত্যাহার না করলে অন্য মামলায় ফাঁসানো সহ হত্যার হুমকি

তৃণমূল বিশেষ প্রতিবেদক:
নভেম্বর ১৭, ২০২৪ ৮:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

তৃণমূল বিশেষ প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুরের মাড়িয়ায় হত্যাচেষ্টা মামলায় আসামী গ্রেফতার হওয়ায় বাদীর বাড়ীঘর ভাংচুর করে দায়েরকৃত মামলা প্রত্যাহার না করলে অন্য মামলায় ফাঁসানো সহ পুরো পরিবারকে হত্যার হুমকি দিয়েছে আসামীরা। আসামীদের এমন হুমকিতে বাদীর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীতায় ভূগছে।

গ্রেফতারকৃত আসামি সোহান আলী মাড়িয়া দক্ষিণ পাড়া গ্রামের গ্রামের মৃত আব্দুর রশিদের নাতি ও বেলাল হোসেনের পুত্র।

জানাযায়, গত ১১ নভেম্বর সোমবার উপজেলার মাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের কাছে চা়ঁদাদাবি করে একই গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র আলাউদ্দিন, আলাউদ্দিনের পুত্র রকি, বেলাল হোসেন, সোহান আলী, আজাদ আলী, মনি, মানিক ও কলিমুদ্দিন।

তাদের দাবি কৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা লাঠিসোটা, লোহার রড, হাসুয়া, হাতুর সহ বিভিন্ন দেশীয় অস্ত্র
দিয়ে হামলা চালিয়ে শফিকুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে হাসুয়া দিয়ে কুপিয়ে ও লাঠি সোটা দিয়ে মেরে হাত পা ভেঙ্গে এবং সহ শফিকুল ইসলামের স্ত্রী ও বোনকে মারপিট করে গুরুতর আহত করে।
গুরুতর আহত শফিকুল ইসলাম
বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এই ঘটনায় ১২ ই নভেম্বর দুর্গাপুর থানায় চাঁদাদাবি ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন শফিকুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম।
উক্ত মামলায় গত ১৬ নভেম্বর দিবাগত রাতে মাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি সোহান আলীকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
মামলার বাদী আয়েশা বেগম সাংবাদিকদের অভিযোগ করে বলেন,
গত শনিবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে আমার স্বামীকে হত্যাচেষ্টা মামলার আসামি সোহানা আলীকে গ্রেফতার করায় মামলার অন্যান্য আসামিরা রাতেই আমার বাড়ীঘর ভাঙচুর করে আমাদেরকে নারী নির্যাতন মামলায় ফাঁসানো সহ দায়েরকৃত হত্যাচেষ্টার মামলা তুলে না নিলে পুরো পরিবারকে হত্যার হুমকি দেয়।
আসামিদের এমন হুমকিতে পুরো পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান মামলার বাদী আয়েশা বেগম। বিষয়টি তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান তিনি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার (উপ পরিদর্শক) এসআই দেবাশীষ নন্দী বলেন, দুর্গাপুরের মাড়িয়া গ্রামের শফিকুল ইসলামকে হত্যাচেষ্টা মামলায় সোহান নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে তাকে রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদা বলেন, মামলার তদন্ত কাজ চলছে, মামলার একটি আসামী গ্রেফতার করা হয়েছে, অন্যান্য আসামীদের গ্রেফাতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।