ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এদেশ আমাদের সবার, এখানে সাম্প্রদায়িক বিভাজন চাই না: অধ্যাপক আব্দুল খালেক

ফরিদ আহমেদ আবির:
ডিসেম্বর ৭, ২০২৪ ১২:২৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদ আহমেদ আবির:

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার
আমির অধ্যাপক আব্দুল খালেক দেশের বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে বলেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ নয়, বাংলাদেশ ভালোবাসার দেশ। এদেশ আমাদের সবার। আমরা এখানে কোন সাম্প্রদায়িক বিভাজন চাই না।
এদেশের সকল ধর্মের বর্ণের মানুষ আমরা মিলেমিশে আছি, কারণ বাংলাদেশ আমাদের সবার। বাংলাদেশে সংখ্যালঘু কোন শব্দটি থাকবে তা মানি না, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। এই সংখ্যালঘু শব্দ বলে অন্যান্য ধর্মের ভাই-বোনদের ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে তাদের স্বার্থ হাসিল করতে চায়। এখন আমাদের ভাই-বোনরাও এই ষড়যন্ত্র বুঝতে পেরেছেন তারাও সোচ্চার হয়েছেন। আপনারা দেখেছেন ভারতের হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছেন, মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা নিগার মঞ্জিল প্রাংঙ্গনে সম্মেলনের শুরুতে অর্থ সহ পবিত্র কোরআন মজীদ থেকে তেলাওয়াত করেন মাওলানা আক্কাস আলী। তেলাওয়াতের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার আমির অধ্যাপক আব্দুল খালেক।

রাজশাহী জেলা শাখার এসিট্যান্ট সেক্রেটারী নুরুজ্জামান লিটন বলেন, এদেশ আমাদের সবার। দেশকে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে আমরা একসঙ্গে আওয়াজ তুলেছি এ যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে। দেশের সকল দেশপ্রেমিক ফ্যাসিবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে আমরা এগুতে চাই , আমরা কোন আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না।

রাজশাহী জেলা শাখার সেক্রেটারী
গোলাম মোর্তজা বলেন, ‘আসন্ন নির্বাচন হতে হবে সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোন পেশী শক্তি অথবা টাকার খেলা চলবে না। এ রাস্তা বন্ধ করতে হবে এবং সেজন্য কিছু সংস্কারও প্রয়োজন। সেই সংস্কারের সরকার হাত দিয়েছে আমরা অনুরোধ করবো সরকারকে সংস্কারের গতি বাড়িয়ে একটি সুষ্ঠু নির্বাচন জাতীয় উপহার দেয়ার জন্য। যাতে করে আপনারা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন।
উক্ত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক আব্দুল খালেক আমীর জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখা, গোলাম মোর্তজা সেক্রেটারী রাজশাহী জেলা, শাখা, নুরুজ্জামান লিটন এসিট্যান্ট সেক্রেটারী রাজশাহী জেলা শাখা, ফজলুল বারী সোহরাফ নায়েব আমীর উপজেলা শাখা, মো: শামীম উদ্দিন সেক্রেটারী,মাওলানা রফিকুল ইসলাম এসিট্যান্ট সেক্রেটারী প্রমুখ।#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।