ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরো
  6. ইসলামিক
  7. কবিতা
  8. কৃষি সংবাদ
  9. ক্যাম্পাস
  10. খাদ্য ও পুষ্টি
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. ছড়া
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় ১২ মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী সাব্বির গ্রেফতার

তৃনমূল প্রতিবেদকঃ
মে ১৪, ২০২৫ ৭:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

তৃনমূল প্রতিবেদকঃ

রাজশাহীর পুঠিয়ায় ১২টি মামলা গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাই-চাঁদাবাজ দলের নেতা মোঃ সাব্বির (২৭) কে নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।
সে পুঠিয়া থানার কাঠালবাড়ীয়া গ্রামের
সবুর মিয়ার পুত্র।

পুঠিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়,
১৩ মে ( মঙ্গলবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হত্যাচেষ্টা, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি সহ ১২টি মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান-৫ এর অপারেশনের একটি দল পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে সাব্বির (২৭) কে আটক করে। পরে তাকে পুঠিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বলেন, গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী সাব্বির একজন এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদক, চুরি, ছিনতাই, চাদাবাজি সহ বিভিন্ন ধারায় সর্বমোট ১২টি মামলা রয়েছে। বিভিন্ন সময়ে কৌশলে গাড়ী- মোটরসাইকেল চোরাকারবারি চক্রের মূল হোতা হিসেবে তার পরিচিতি। এমনকি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চাঞ্চল্যকর এসকল ঘটনার শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাই-চাদাবাজ চক্রের নেতা দীর্ঘদিন থেকে গা ঢাকা দিয়ে নিজেকে আত্মগোপনে রাখেন। উক্ত আসামীকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫. সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে নিজ এলাকা হতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান পুঠিয়া থানার ওসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।